বাংলা সাহিত্য গাইডলাইন শিক্ষা

বাংলা সাহিত্য গাইডলাইন শিক্ষা ৪৫ তম বিসিএস + ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রাইমারি প্রিপারেশন-২০২৪

১। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম কোনটি?

ক) মন্দির খ) বড়দিদি গ) মেজদিদিঘ) শ্রীকান্ত

উত্তরঃ ক

২। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস-

ক) গোরা খ) বিদ্রোহী গ) পথের দাবী ঘ) একাত্তরের দিনগুলি

উত্তরঃ গ

৩। “শ্রীকান্ত” শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা?

ক) ছোটগল্প খ) নাটক গ) উপন্যাস ঘ) ভ্রমণকাহিনী

উত্তরঃ গ

৪। নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস?

ক)চরিত্রহীন খ) দত্তা গ) শ্রীকান্ত ঘ) পথের দাবী

উত্তরঃ গ

৫। ” অভয়া” শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র?

ক) পল্লীসমাজ খ) শ্রীকান্ত গ) গৃহদাহ ঘ) দেবদাস

উত্তরঃ খ

৬। “অচলা “শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?

ক) দত্তা খ) দেনাপাওনা গ) গৃহদাহ ঘ), চরিত্রহীন

উত্তরঃ গ

৭। নিচের কোনটি শরৎচন্দ্রের সাহিত্যের চরিত্র নয়?

ক) অভয়া খ) সুরবালা গ) ষোড়শী ঘ) সাবিত্র

উত্তরঃ খ

৮। নিচের কোনটি শরৎচন্দের ছদ্মনাম?

ক) বীরবল খ) ভিমরুল গ) অনিলাদেবী ঘ) যাযাবর

উত্তরঃ গ

৯। কোনটি উপন্যাস নয়?

ক) দেনাপাওনা খ) গৃহদাহ গ) চরিত্রহীন ঘ) ষোড়শী

উত্তরঃ ঘ

১০। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক ছিলেন?

ক) কবি খ) ঔপন্যাসিক গ) ছোটগল্প ঘ) কোনটিই নয়

উত্তলঃ থ

১১। কোনটি শরৎচন্দ্রের নাটক?

ক) ষোড়শী থ) বিজয়া গ) রমা ঘ) উপরের সবগুলো

উত্তরঃ ঘ

১২। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?

ক) অমল খ) ইন্দ্রনাথ গ) অপু ঘ) কেষ্ট

উত্তরঃ খ

১৩। কোন গ্রন্থটি শরৎচন্দ্রের নয়-

ক) দেবদাস খ) শ্রীকান্ত গ) মৃত্যুক্ষুধা ঘ) বড়দিদি

উত্তর: গ

১৪। “বেকুন্ঠের উইল” কার রচনা?

ক) কাজী নজরুল ইসলাম খ) মুনীর চৌধুরী গ) শরৎচন্দ্র ঘ) প্রমথ চৌধুরী

উত্তরঃ গ

১৫। “হেমাঙ্গিনী” কোন গল্পের চরিত্র-

ক) মহেশ খ) বড়দিদি গ) মেজদিদি ঘ) হরিলক্ষ্মী

উত্তরঃ গ