পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৪

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৪ (Padaksep Manabik Unnayan Kendra Niyog 2024).

বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৭ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরী এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ ২০২৪

সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালী পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে নিম্নোক্ত পদ সমুহে উপযুক্ত প্রার্থীদের আবেদন করতে আহবান করা হচ্ছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা।

■ পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)

পদের সংখ্যা: ২০০টি

■ পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১ (CM-1)

■ শিক্ষাগত যোগ্যতা:

পদের সংখ্যা: ৫৭০টি

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বানিজ্যে স্নাতক/স্নাতকোত্তর পাশ। শিক্ষা জীবনের সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্কেলে ২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ মাত্রার স্বেলেথাকতে হবে।২.৫০ এবং ৪ মাত্রার স্কেলে ২.২৫ থাকতে হবে।

■ দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ:

■ দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ:ব্রাঞ্চের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী যেমন: ভাউচিং, ব্যাংকিং, রিপোর্টিং, বাজেটিং, ব্যালেন্সিং, ডিসিআর, ক্যাশবুক ও জেনারেল লেজার মেইনটেইন, ট্যাক্স-ভ্যাট, তহবিল ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা।

এলাকা জরিপ, সমিতি গঠন, সমিতি পরিচালনা, সমিতির সদস্যদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আাদায়, সঞ্চয় সংগ্রহ, LEAP, রেমিট্যান্স প্রভৃতি কার্যক্রম বাস্তবায়ন করা। এছাড়া সমিতি, এলাকা/কমিউনিটিবাস্তবায়ন করা।পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম

■ বেতন/ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি

■ বেতন/ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি:প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদেরকাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক ১৫,০০০/- প্রথম ধাপে ৩ মাস প্রশিক্ষণার্থী হিসেবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

সফলভাবে ৩ মাসের প্রশিক্ষণ কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক ১৫,০০০/ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মাসের জন্য টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

সফলভাবে ৩ মাসের শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং শিক্ষানবিশকালে মাসিক প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে ৩ মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ) ২৮,৭৫০/- টাকা, যা মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেয়া হবে এবং চাকুরী নিয়মিতকরণের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন (লাঞ্চভাতা ও মোবাইল বিল সহ৩৪,৪৯৬/- টাকা হবে।) ২৫,৭৫০/- টাকা, যা চাকুরী নিয়মিতকরণের পর (লাঞ্চভাতা, মোবাইল বিল ও সিপিএফ সহ) ২৯,০৫৩/- টাকা হবে।

■ উভয় পদের জন্য আরো প্রযোজ্য:বয়স: ২৪ বছর থেকে ৩২ বছর

■ আবেদন প্রক্রিয়া:ক) আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে স্বহস্তে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে সংযুক্ত করে আগামী ২০/০২/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ী নং-৫৪৮, রোড নং-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পৌছাতে হবে।

খ) খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।

গ) শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচী আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে। ঘ) লিখিত পরীক্ষায় অংশগ্রহণের দিন পরীক্ষার ফি বাবদ নগদ ২০০/- টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে।

৬) প্রশিক্ষণে যোগদানের সময় প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্য থেকে আরো দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে।

চ) প্রশিক্ষণ শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে সংস্থার অনুকূলে ‘স্টাফ সেভিংস ডিপোজিট’ খাতে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) পদের জন্য ১০,০০০/- টাকা এবং কমিউনিটি ম্যানেজার-১ পদের জন্য ৮,০০০/- টাকা নগদে জমা দিতে হবে যা চাকুরি শেষে (নিয়মিত/স্থায়ীকরণ হবার শর্তে) লভ্যাংশসহ ফেরতযোগ্য।

(ছ) নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করাহচ্ছে।]

■ সতর্কতাপদক্ষেপ এর চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত নিয়োগ পরীক্ষার ফি ও নিয়োগ চূড়ান্ত হবার পর স্টাফ সেভিংস ডিপোজিট ব্যতিত আর কোন ধরনের অর্থ নেয়া হয় না। তাই কোথাও অন্য যে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলি সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি www.padakhep.org এই ঠিকানাতেও পাওয়া যাবে। www.prebd.com বর্তমানে সংস্থায় সিএম-১ পদে কর্মরতদের মধ্যে উল্লেখিত ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ্য কর্মীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সহকারী [ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) পদে আবেদন করতে পারবেন।]